শেখ মামুন, রাজবাড়ীঃ”ভোটার হব ভোট দেবো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতিয় ভোটার দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়,অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপি এম,পিপি এম,রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন মোঃরহিম বকস্,এডিসি জেনারেল আসেক হাসান, রাজবাড়ী নির্বাচন অফিসের কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা ভোটার হওয়ার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভোটার হওয়ার গুরুত্ব অপরিসীম।এখন ভোটার আইডি ছাড়া কোথাও কোনো চাকুরী কিম্বা কাজ করা সম্ভব নয়।এতে অন্যায় অনাচার অনেকাংশেই প্রশমিত হয়েছে।ভবিষ্যতে ভোটার কার্ড ছাড়া কেউ কোনো সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরী করতে কিম্বা ভর্তি হতে পারবেনা, তাই যথা সময়ে বাংলাদেশের সকল নাগরীকের জন্য ভোটার হওয়া এবং ভোটার আইডি কার্ড প্রাপ্তি নিশ্চিত করতে হবে।