কাপাসিয়ার রায়েদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা বিজয়ী

Slider ফুলজান বিবির বাংলা


মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে শফিকুল হাকিম মোল্লা হিরণ ৪,১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ হাবিবুর রহমান হবি পেয়েছেন ৩,৭৩৯ ভোট। অপর দুই প্রার্থী মতিউর রহমান মতি ৭৭৬ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ২৩২ ভোট পেয়েছেন। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২০,৬১৫। পুরুষ ভোটার ১০,১৬৬, মহিলা ভোটার ১০৪৪৯।

উল্লেখ্য, রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গত বছরের ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *