খুলনার মাসব্যাপী একুশে বইমেলায় প্রায় দেড় কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপির (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং রবি আজিয়াটা লিঃ এর রিজিওনাল ম্যানেজার মো. এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন। স্বাগত জানান বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ড. মো. আহসান উল্যাহ। পরে মেয়র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।