নাটোরের বাগাতিপাড়ার প্রায় দেড় হাজার কুকুরকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দেশকে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক রোগ মুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার থেকে।
পুরো উপজেলায় ৫ দিন ব্যাপী ১৫টি টিম এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে দুটি করে ১০টি এবং পৌরসভায় মোট ৫টি টিম এক যোগে রাস্তা বা বাড়িতে থাকা সব কুকুরকে এ প্রতিষেধক টিকা প্রদান করবে।
তিন বছরে পরপর তিনবার কুকুরকে এ প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
বুধবার সকাল থেকে ডগ ক্যাচার এক্সপার্টরা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর ধরে তাদেরকে প্রতিষেধক এ টিকা প্রদান করছে। টিকা প্রদান শেষে তাদের গায়ে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়।