ঢাকা: কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে যুদ্ধের মুখোমুখী ভারত ও পাকিস্তানকে ধৈর্য্য ধরে খারাপ পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ জন্য ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি। বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
মাইক পম্পেও বলেছেন, ‘আমি দু’দেশের মন্ত্রীদেরই বলেছি যেন ভারত ও পাকিস্তান ধৈর্য্য নিয়ে যেকোন মূল্যে খারাপ পরিস্থিতি এড়িয়ে চলে।’
এদিকে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সংলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনাম অবস্থান করছেন।
এর আগে পালওয়ামা জঙ্গি হামলার পর এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, ‘এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চাই এটা থামুক। বহু মানুষ মারা গেছেন। আমরা শুধু চাই এই হিংসা অবিলম্বে বন্ধ হোক।’
গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি গোষ্ঠীর হামলায় ভারতের অন্তত ৪১ সেনা নিহত হয়।
এতে পাল্টা আক্রমণ করে ভারত। এদিকে ভারতের দুই যুদ্ধ বিমান ভূপাতিত করে পাইলট আটক করেছে পাকিস্তান।