মন খারাপের সময়গুলোতে কাউকে
পাশে পাওয়া যায় না।
যায় না পাওয়া কারো উষ্ণ আলিঙ্গন কিংবা কারো শীতল স্পর্শ।
দুঃসময়ে সবাই হাত গুটিয়ে নেয়।
একরাশ ঘৃণা আর অবজ্ঞায় মাথা নত করে।
ফিরেও চায়না কভু।
মুখ ফিরিয়ে নেয় অনাদরে কিংবা অবহেলায়।
মন ভালো করার দাওয়াই আজ বিলুপ্ত।
মনের কার্ণিশ জুড়ে চৈতালী খরা।
মন ফেটে চৌচির।
এক পশলা দমকা মেঘও আজ বড্ড উদাসীন।
সবাই কেবল পাশ কাটাতে চায়।
আমি ই কেবল প্রতীক্ষার প্রহর গুনি-
এই বুঝি কেউ এলো-
মন ভালো করার দাওয়াই নিয়ে।
২৬-২-১৯, রাত ৯ টা
মগারদিয়া,ঢাকা।