বিয়ে নয়, লিভ ইনের জন্য ফ্ল্যাট খুঁজছেন বিরাট-অানুষ্কা

বিনোদন ও মিডিয়া
image_164497.anushka-kohli_660_082713041931সেলেব থেকে সাধারণ, বিয়ের ঝক্কি এখন ভারতের তরুণ প্রজন্মের অনেকেই নিতে চায় না। ভারতের বর্তমান প্রজন্মের অনেকের কাছেই একসঙ্গে থাকার সেরা উপায় লিভ ইন৷
সেই লিভ ইনের পথেই হাঁটতে চলেছেন বিরাট কোহলি ও অানুষ্কা শর্মা৷ এমনটাই খবর টিনসেল টাউনে।
সম্প্রতি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফও লিভ ইন-এর অজুহাতে মুম্বইয়ের কার্টার রোডে একটি বিলাসবহল অ্যাপার্টমেন্টে মাথা গুঁজেছেন বলে খবর রটেছে৷ ক্যাটরিনাকে দেখেই আনুষ্কা অনুপ্রাণিত হয়েছেন কি না তা জানা নেই।
তবে সূত্রের খবর ভারতীয় ক্রিকেটের পিনআপ বয় কোহলি তাঁর ড্রিম গার্লের সঙ্গে সময় কাটানোর জন্য ভারসোভায় একটি ফ্ল্যাট খুঁজছেন।
সূত্র : কলকাতা ২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *