ঈশ্বরদীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ

Slider গ্রাম বাংলা

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল্লাহ আল মামুন ওরফে আবদুল্লাহ (৩৫) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের চানমারী মোড়ে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় তার কাছ থেকে দেশীয় শার্টারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

মামুন ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরনকোলা ক্যাম্প মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা যায়, রাতে চানমারী মোড় এলাকায় একদল অস্ত্রধারী ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টাও গুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, মামুনের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১১টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *