কামরাঙ্গীরচরের হেলে পড়া ভবনটি ভেঙে ফেলা হয়েছে

Slider গ্রাম বাংলা

রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ রসুলপুর এলাকার খলিফা ঘাটের কাজির গলির হেলে পড়া পাঁচ তলা ভবনটি ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভবনটি ভাঙার কাজ শুরু হয়ে রাতেই তা শেষ হয়।

জানা গেছে, ভবনটি ভাঙার আগে বিকালে গাড়ি প্রবেশ করানোর সুবিধার্থে বেশ কয়েকটি বাড়ির অংশ ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়।

এসময় সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক),বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ভবনটি হেলে পড়ে। পরে রাজউক, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *