ঢাকা: বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্য দশ আসামিকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার চার্জ শুনানি আগামী ১৩ মার্চ দিন ধার্য করে এ আদেশ দেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার অস্থায়ী বিশেষ জজ-২ এর বিচারক এ এইচ এম রুহুল ইমরান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী খালেদা জিয়াসহ অন্যান্য আসামির আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এ মামলায় মোট অভিযুক্ত আসামিদের সংখ্যা ১৩ জন। কিন্তু জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১১ জন। গত ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম।