ঢাকা: মঙ্গলবার ভোর রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এতে নিহত হয়েছে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের শ্যালক মাওলানা ইউসুফ আজাহার।
একইসঙ্গে ভারত দাবি করেছে এতে আরো ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে। কাশ্মীরের পালওয়ামা হামলার ঘটনার জবাব দিতেই এ হামলা চালিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় এ খবর নিশ্চিত করেছে।
হামলায় পাকিস্তানের অভ্যন্তরে থাকা জইশ-ই-মুহাম্মদের সবথেকে বড় প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়ে গেছে। এর আগে এই ঘাটি সম্পর্কে পাকিস্তানকে তথ্য দিলেও পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি। গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানভিত্তিক এই জঙ্গি সংগঠন কাশ্মীরে ভারতীয় আধা-সামরিক বাহিনীর ওপর হামলা চালালে নিহত হয় কমপক্ষে ৪০ ভারতীয় সেনা। এর প্রেক্ষিতেই জইশ-ই-মুহাম্মদের ওপর ২১ মিনিট ধরে প্রায় ১০০০ কেজি বোমা বর্ষণ করে ভারতীয় বিমান বাহিনী।।