ঢাকা: কাশ্মীরের পালওয়ামায় সন্ত্রাসী হামলার জবাব দিতে পাকিস্তানে বিমান হামলা করেছে ভারত। আকস্মিক এ হামলার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহনে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার সকাল এগারোটার দিকে তিনি পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে জরুরি বৈঠকে বসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশিও। তবে এ হামলার বিষয়ে এখনো মুখ খোলেননি প্রধানমন্ত্রী ইমরান খান। তাদের এই বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে সেদিকে তাকিয়ে আছে কূটনৈতিক মহল।
এর আগে ভোররাতে পাকিস্তানের অভ্যন্তরে ২১ মিনিট ধরে বিমান হামলা চালায় ভারত। হামলায় কাশ্মীরের চকোটি ও মুজাফ্ফারাবাদ, বালাকোটে জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের তিনটি লঞ্চপ্যাড ও কন্ট্রোল রুম আলফা-৩ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ভারত।
এতে নিহত হয়েছে ২০০ থেকে ৩০০ পাকিস্তানি জঙ্গি। হামলার কথা স্বীকার করে নিলেও হতাহতের বিষয়ে এখনো কিছু জানায়নি পাকিস্তান। ভারতের জবাবের পর এখন পাকিস্তানের প্রতিক্রিয়া কি হবে তা বুঝতে হলে এখন ইমরান খানের এই বৈঠকের দিকে তাকিয়ে থাকতে হবে।