গাজীপুর: গাজীপুরের আইনজীবী নেতা আলহাজ্ব মোঃমনির হোসেন(৫৭) না ফেরার দেশে চেলে গেছেন। অদ্য ভোর ৪টায় তিনি মারা যান(ইন্নালি—————রাজিউন)।
গাজীপুর বারে দুইবার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন এড> মনির হোসেন। তার বাড়ি গাজীপুর জেলার গাছা থানার শরীফপুর গ্রামে। তার পিতার নাম মকবুল হোসেন। ১৯৬২ সালের ৪ এপ্রিল তিনি জন্মগ্রহন করেন। ১৯৯১ সালের ৪ জুলাই তিনি গাজীপুর বারে আইনজীবী হিসেবে যোগদান করেন।