ঢাকা: রাজধানী ঢাকায় সোমবার রাতভর বৃষ্টি হয়েছে। খুব ভোরে একটুখানি ছুটি নিয়েছিল বৃষ্টি। তবে আকাশে কালো মেঘ ছিলই। তারপর তুমুল বৃষ্টি। সঙ্গে গা–শিরশিরে ঠান্ডা হাওয়া। সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ আলোর ঝলকানি। মুঠো মুঠো আলো ছড়ানো উজ্জ্বল রোদ।
আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে আগেই জানিয়ে রেখেছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুধু তা-ই নয়, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।