রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয় দিনের সফরে আজ বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি ভারত সফরে যাচ্ছেন। ১৯৮৬ সালের জুলাইয়ে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সফরের ২৮ বছর পর প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। সফরকালে তিনি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন।
এমন একসময়ে রাষ্ট্রপতি ভারত সফর করছেন যখন দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ ও গভীর বলে উভয় দেশ দাবি করছে। এ ছাড়া উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে স্থলসীমান্ত চুক্তি (এলবিএ) দ্রুত অনুমোদনের অপেক্ষায় আছে।