ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্বরণে চুয়াডাঙ্গায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের শহীদ হাসান চত্বরে এ মোমবাতি প্রজ্জ্বলত করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলনে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।
মোমবাতি প্রজ্জ্বলনের শুরুতেই নিহতের স্বরণে নিরবতা পালন করা হয়।
পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও বিশ্ব সম্প্রদায়ে শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গার ফাযিল মাদরাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত।