২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব পেশ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)৷
২০১৩ ফর্মুলা অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনে একই পথেই হাঁটতে চায় তারা৷ অর্থাৎ ওভাল, এজবাস্টন এবং কার্ডিফ এই তিনটি মাঠেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি৷
ইসিবি পক্ষ থেকে এদিন গ্লোবাল ইভেন্টের প্রধান স্টিভ এলওয়ার্দি বলেন, ‘ ২০১৩ ফর্ম্যাট অনুযায়ী খেলা খুবই জনপ্রিয় হয়েছিল৷ রেকর্ড সংখ্যক মানুষ মাঠে এসেছিলেন৷ ওই টুর্নামেন্টের সাফল্যের কথা মাথায় রেখে সব ক’টা ভেন্যু রেখে দেওয়া হচ্ছে৷ আমি জানি অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায়৷ তাই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিটা যথেষ্ট সফল হবে বলেই আমি মনে করি৷’
২০১৩ ফর্মুলা অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনে একই পথেই হাঁটতে চায় তারা৷ অর্থাৎ ওভাল, এজবাস্টন এবং কার্ডিফ এই তিনটি মাঠেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি৷
ইসিবি পক্ষ থেকে এদিন গ্লোবাল ইভেন্টের প্রধান স্টিভ এলওয়ার্দি বলেন, ‘ ২০১৩ ফর্ম্যাট অনুযায়ী খেলা খুবই জনপ্রিয় হয়েছিল৷ রেকর্ড সংখ্যক মানুষ মাঠে এসেছিলেন৷ ওই টুর্নামেন্টের সাফল্যের কথা মাথায় রেখে সব ক’টা ভেন্যু রেখে দেওয়া হচ্ছে৷ আমি জানি অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায়৷ তাই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিটা যথেষ্ট সফল হবে বলেই আমি মনে করি৷’