ঢাকা: ঢাকা থেকে দুবাইগামী বিমানে থাকা নিহত ‘অস্ত্রধারী ছিনতাইকারী’ যুবকের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। নিজেদের সংরক্ষিত ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী র্যাব দাবি জানায়, নিহতের নাম পলাশ আহমেদ। সে র্যাবের তালিকাভুক্ত অপরাধী। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে তিনি।
আজ এক বার্তায় তার এই পরিচয় জানিয়েছে র্যাব।
গতকাল বরিবার বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি জিম্মি করে ছিনতাইকারী ওই যুবক।
তবে বিমানের জরুরী অবতরণ ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮মিনিটের কমান্ডো অভিযানে ছিনতাইচেষ্টার অবসান ঘটে। এতে বিমানে থাকা অস্ত্রধারী যুবক নিহত হয়।