অনলাইনে সন্তানরা কি করছে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন মেগা স্টার অ্যাঞ্জেলিনা জোলি। এর তদারকি করতে এক দল সাইবার সিকিউরিটি নিয়োগ দিয়েছেন তিনি।
এই ‘টুম্ব রাইডার’ তারকা নিজেকে প্রযুক্তির ক্ষেত্রে অজ্ঞ বলেই পরিচয় করিয়ে দেন। স্বামী ব্র্যাড পিটের বিষয়টিও একই রকম। তাই এই সাইবার সিকিউরিটি দলের নিয়োগ দিতে হয়েছে বলে জানায় এস শোবিজ।
৩৯ বছর বয়সী ছয় সন্তানের জননী জোলি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে পোজ দেওয়ার চেয়ে বেশি পছন্দ করেন কম্পিউটারে বসে লেখালেখি করতে।
জোলি বলেন, অনলাইনের এই দুনিয়াটি বেশ ভীতিকর। তিনি অনেক খুশি যে তার কিশোর বয়সে সোশাল মিডিয়া ছিল না। এটা যথেষ্ট বিরক্তিকর এবং বিপজ্জনক।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এই ‘টুম্ব রাইডার’ তারকা নিজেকে প্রযুক্তির ক্ষেত্রে অজ্ঞ বলেই পরিচয় করিয়ে দেন। স্বামী ব্র্যাড পিটের বিষয়টিও একই রকম। তাই এই সাইবার সিকিউরিটি দলের নিয়োগ দিতে হয়েছে বলে জানায় এস শোবিজ।
৩৯ বছর বয়সী ছয় সন্তানের জননী জোলি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে পোজ দেওয়ার চেয়ে বেশি পছন্দ করেন কম্পিউটারে বসে লেখালেখি করতে।
জোলি বলেন, অনলাইনের এই দুনিয়াটি বেশ ভীতিকর। তিনি অনেক খুশি যে তার কিশোর বয়সে সোশাল মিডিয়া ছিল না। এটা যথেষ্ট বিরক্তিকর এবং বিপজ্জনক।
সূত্র : হিন্দুস্তান টাইমস