ঢাকা: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হবে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সব সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দেয়া হলো। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২০শে ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। এখনো বেশক’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।