১২ লাখ ৬১ হাজার ৭৪০ একর খাস জমি: ভূমিমন্ত্রী

Slider রাজনীতি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে খাস জমি রয়েছে ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের আজকের বৈঠকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গার (রংপুর-১) এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, গত অর্থ বছরে খাস জমি লিজ/বন্দোবস্ত দিয়ে ২৮৯ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৪৩ দশমিক ২৮ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দেওয়ানি মামলায় নিষেধাজ্ঞা থাকায় ও লিজ গ্রহীতাগণ লিজ মানি পরিশোধ না করায় ১ কোটি ৩৯ লাখ পঞ্চান্ন হাজার ১০০ টাকা বকেয়া রয়েছে।

ভূমিমন্ত্রী জানান, খাস জমি বন্দোবস্ত প্রদানের জন্য ‘কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ এবং অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫ অনুসরণ করা হয়।

সাম্প্রতিক ও চলমান জরিপে ১৩টি সেটেলমেন্ট জোনে এ পর্যন্ত মোট ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর খাস জমি চিহ্নিত করা হয়েছে বলে জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *