মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ উত্তরা প্রতিনিধিঃ আজ রবিবার সকাল ৭ টার দিকে ৯৯৯ থেকে কল পাওয়ার পর উত্তরা ৩ নাম্বর সেক্টর ৭ নাম্বার সড়কের,৪০/এ নাম্বার বাড়ীর ৬ষ্ঠ তলা ভবনের ২য় তলায় লিফটে আটকা বিএফসিসি কোচিং কোর্চের ৮ম ব্যাচের শিক্ষার্থী মোঃ নাসির উল্লাহ (১৮)কে উদ্ধার করলো উত্তরা ফায়ার সার্ভিস।
জানা যায়, লিফটে আটকা পড়ার পর প্রায় ১ ঘন্টা সময় পরে ৯৯৯ এ কল করলে উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট লিফটে আটকা পড়া শিক্ষার্থীকে উদ্ধার করেন।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান যে, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে জানতে পারি সেক্টর-৩,রোড-৭,বাসা-৪০/এ,উত্তরা,ঢাকা ৬ষ্ঠ তলা ভবনের ২য় তলায় একজন লোক প্রায় ১ ঘন্টা সময় ধরে লিফটে আটকা পড়ে আছে। তারপর উত্তরা ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম অত্যাধনিক যন্ত্র স্পেডার ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। তার নাম মোঃ নাসির উল্লাহ (১৮)। সে মমতাজ উদ্দিন কলেজের ২য় বর্ষের ছাত্র এবং বিএফসিসি তে কোচিং কোর্চের ৮ম ব্যাচের শিক্ষার্থী। তিনি আরো জানান,লোকটি ৬ষ্ঠ তলা ভবনের ৬ষ্ঠ তলায় বন্ধুর বাসায় উঠার সময় দূর্ঘটনায় পতিত হয়। ভবনের এবং আশেপাশের প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। তারপর সে নিজেই লিফটের ভীতর থেকে ৯৯৯ এ কল করলে সাথে সাথে ৯৯৯ আমাদেরকে অবগত করলে আমরা উত্তরা ফায়ার স্টেশনে একটি চৌকস টিম স্পেডারের মাধ্যমে তাদে দ্রুত উদ্ধার করতে সক্ষম হই