নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহতের নাম ইকবাল হোসেন (২৮)। তিনি রবিন টেক্স গার্মেন্টসে সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কাজ করতেন।
শনিবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ গণমাধ্যমকে জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক ইকবালকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।