চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের পেকুয়ায় চিংড়িঘেরের দখল দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ২ জন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলাচুরা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের পূর্ব বিলাচুরা গ্রামের আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪০) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আজিজ প্রকাশ রাখাল (২২)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মমতাজুল ইসলাম ও জামাল উদ্দিনের লোকজনের মধ্যে চিংড়িঘেরের জমি দখল নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গুলাগুলি ও সংঘর্ষে জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ।