বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য দায়ী মমত : বিজেপি

সারাবিশ্ব

image_164226.9বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত বৃহৎবঙ্গ সাংস্কৃতিক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির জাতীয় মুখপাত্র ও বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর অভিযোগ করেছেন, তিস্তা চুক্তিতে অনুমোদন না দিয়ে এবং বর্ধমান বিস্ফোরণ কাণ্ডকে ষড়যন্ত্র বলে অভিযোগ করে কার্যত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছেন। তিনি বলেন, মমতার জন্যই ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুইবার ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পর সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। তিস্তা চুক্তি স্বাক্ষরিত হতে দেরী হওয়ার কারণ ব্যাখ্যা করে আকবর বলেন, এত দিন ধরে এই চুক্তিকে আটকে রাখা হয়েছে শুধু মমতার কারণে।
এর ফলে শুধু যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে তাই নয়, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কেও যথেষ্ট টানাপোড়েন তৈরি হয়েছে। বিজেপির মুখপাত্র এদিন মমতাকে পরামর্শ দিয়ে বলেন যে, বিজেপির বিরুদ্ধে লাগাতার অভিযোগ না জানিয়ে তিনি বরং জঙ্গী দমনে নজর দিন। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন যে, ভারতের মাটি কোনও অবস্থাতেই বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গীদের ব্যবহার করতে দেওয়া হবে না। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ ও জঙ্গী মোকাবিলায় একজোট হয়ে কাজ করার ব্যাপাওে অঙ্গিকারবদ্ধ।
মমতার তোলা বিজেপির ষড়যন্ত্র অভিযোগ সম্পর্কে আকবর প্রশ্ন তোলেন যে, তাঁর দলের লোকেরাই তো বলছেন যে, সারদার অর্থে তিনিই সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। এরপরও তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন কী করে? আর বর্ধমান বিস্ফোরণে ও বোমা রেখেছিল বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা নিয়ে আকবর বিস্ময় প্রকাশ করে বলেন, সেটা কী করে সম্ভব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *