মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ট্রেনে করে আগামী সপ্তাহে ভিয়েতনাম যাবেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এ লক্ষ্যে নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি শুরু করেছে এরই মধ্যে। বুধবার ভিয়েতনামের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে চীন হয়ে ট্রেনে ভিয়েতনাম আসতে উনের আড়াই দিন সময় লাগতে পারে।
এর অর্থ হচ্ছে ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনাম পৌঁছার জন্য আগামী সপ্তাহের প্রথম দিকে রওনা হতে হবে তাকে।
কিমকে বহনকারী ট্রেন ভিয়েতমানের সীমান্তবর্তী স্টেশন ডং ডাংয়ে থামবে। সেখান থেকে তিনি গাড়িতে করে ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যানয়ে আসবেন।