হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় লালমনিরহাটে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।
প্রভাতে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে শহীদ মিনারে প্রভাতফেরি, বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে ভাষা শহীদদের জন্য নিজ নিজ ব্যবস্থাপনায় বিশেষ মোনাজাত/ প্রার্থনা এবং বিকেল সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংর্বধনা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ সময় জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমানসহ সরকারি-কর্মকর্তা কর্মচারি, জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সর্বস্থরের জনসাধান উপস্থিত ছিলেন।