বরগুনায় মহান ২১ ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। বরগুনা শহীদ মিনার চত্বরে দুই দিন ব্যাপী বই মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
এছাড়া শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
এরপর পর্যায়ক্রমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মারুফ হোসেন, পৌর মেয়র শাহাদাত হোসেন, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, প্রেস ক্লাবসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়া জেলার বেতাগী, বামনা, পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলায় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।