ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪টি ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে আশুগঞ্জের আড়াইসিধা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার ঔষধের তত্তাবধায়ক মো. বাদল শিকদার সাথে ছিলেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা জানান, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা মোতাবেক আশুগঞ্জের আড়াইসিধা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদহীন ঔষধ, স্যাম্পল বিক্রি ও দোকানে নোংরা পরিবেশ থাকায় চারটি ফার্মেসিকে বিভিন্ন ধারা অনুযায়ী ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।