আফগানিস্তান ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ।
সোমবার এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের পর এ অঞ্চলে সঙ্কট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। আফগানিস্তানে ভারতের প্রভাব বিস্তার পাকিস্তানের জন্য হুমকি হয়ে দেখা দেবে বলেও মনে করেন পারভেজ।
কাশ্মীরে গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করার কথা উল্লেখ করে, আফগানিস্তানে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।