নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী বিউটি আক্তারকে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।
দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া মৃত যুবেদ আলীর ছেলে।
জানা যায়, ৬ বছর পূর্বে জাবেদ আলীর ছেলে রাসেল মিয়ার সাথে কাশিপুর গ্রামের দুলাল মিয়ার কন্যা বিউটি আকতারের বিয়ে হয়।
২০১৭ সালের ১১ জুলাই পারিবারিক কলহের জেরে বানিয়াজুরা গ্রামের নিজ বাড়িতে ধারালো কুড়াল দিয়ে স্ত্রী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যা করে স্বামী রাসেল মিয়া। পরে বিউটির বাবা দুলাল মিয়া বাদী হয়ে নেত্রকোনার মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে ২০১৭ সালের ৬ অক্টোবর বিউটির স্বামীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।