চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের বাণিজ্য এবং ফলাফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া প্রশ্নপত্রসহ ৪ হ্যাকারকে আটক করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ডিবির উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।
তিনি জানান, আটককৃতরা এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রকে আসল বলে বিক্রির পাশাপাশি হ্যাকিংয়ের মাধ্যমে শিক্ষাবোর্ডের সার্ভার হ্যাক করে ফলাফল পরিবর্তনের নিশ্চয়তা দিতেন। এসব করে তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিসি মশিউর।