বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তারেক রহমানের উদ্দেশে বলেছেন, উনি কিছু দিন পর পর কথা ছাড়ছেন। অর্বাচীনের মতো কথা বলেন। এগুলো আসলে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আমরা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি, এখন তো আর ওটা লাগে না। তাই যা খুশি তাই বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আমি অবাক হয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়। তিনি নাকি বলেছেন, বুদ্ধিজীবী হত্যা করেছে মুজিব বাহিনী। বুদ্ধিজীবীদের পরিবার-পরিজনেরা জানেন, কারা হত্যা করেছে। বুদ্ধিজীবী হত্যাকারীদের কারো ফাঁসি হয়েছে, কারো ফাঁসির রায় হয়েছে। এ হত্যাকারীদের রক্ষার জন্য তিনি এ কথা বলেছেন। তাঁকে অসম্মান করি না, তিনিও আমাকে সম্মান করেন। যদিও মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। কী করে তিনি বললেন, বুদ্ধিজীবী হত্যা করেছে আওয়ামী লীগ?’