ঢাকা: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের শপথ অনুষ্ঠান আগামীকাল ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গতকাল নির্বাচন কমিশন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৪৯ সংসদ সদস্যের নাম ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করে। জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
মহিলা সংসদ সদস্যদের মধ্যে ৪৩ জন আওয়ামী লীগ, ৪ জন জাতীয় পার্টি, ১ ওয়াকার্স পার্টি এবং ১ জন স্বতন্ত্র সদস্য রয়েছেন। বিএনপির এমপিরা শপথ না নেয়ায় তাদের জন্য নির্ধারিত ১ টি আসন এখনো শূন্য রয়েছে।