সিলেটের ওসমানি নগরে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ওসমানি নগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। চিকিৎসক বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
নাজমুল হাসান জানান, গোয়ালা বাজারে অটোরিকশা স্ট্যান্ড বসানোর দাবিতে সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে অটোরিকশা শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
দুপুর ১২টার দিকে শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করে। এবার পুলিশ গেলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের শাখাসহ ডজনখানেক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয় বলে নাজমুল হাসান জানান।