ঢাকা: কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাবাহিনী। সেনাবাহিনীর কোর কমান্ডার অব ছিনার-এর লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিৎ সিং ধিলন বলেছেন, কাশ্মিরে যার কাছেই অস্ত্র থাকবে এবং সে যদি আত্মসমর্পণ না করে, তবে তাকে নির্মূল করা হবে।
একই সঙ্গে তিনি কাশ্মিরের সব মায়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনার কোনো ছেলে যদি সন্ত্রাসে যোগ দিয়ে থাকে তাহলে তাকে আত্মসমর্পণ করতে বলুন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। জম্মু ও কাশ্মিরের পালওয়ামায় রোববার জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের তিন জঙ্গিকে অভিযানে হত্যার পর তিনি এমন মন্তব্য করেছেন। সেনাবাহিনী বলেছে, কাশ্মির উপত্যকায় অবস্থানরত পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গ্রুপ জৈশ ই মোহাম্মদের পুরো নেতৃত্বকেই নির্মূল করে দেয়া হয়েছে।