ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে শনিবার রাতে ১৪টি সোনার বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গ্রেফতারকৃত সোনা পাচারকারী দিলীপ হালদার (৩৫) বেনাপোলের পুটখালী গ্রামের ক্ষুদিরাম হালদারের ছেলে ।
খুলনা ২১ বিজিবি ব্যটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে দিলীপ হালদারকে আটক করে। পরে তার পায়ের স্যান্ডেলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪টি সোনার বার উদ্ধার করা হয়।
আটক সোনার মূল্য ৮৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পোর্ট থানায় একটি মামলা হয়েছে বেনাপোল।