ড্রোন তৈরির পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলার

জাতীয়

anserভিভিআইপি ও ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের হত্যার জন্য ড্রোন বা কোয়াড হেলিকপ্টার তৈরি করছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। ২৫ থেকে ৩০ কেজি ওজনের বোমা বহনে সক্ষম ড্রোন তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি, প্রজেক্টসহ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে এসব পাওয়া গেছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়ক এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এই দুই গুরুত্বপূর্ণ সদস্য তানজিল হোসেন বাবু ও গোলাম মাওলা মোহনকে গ্রেফতার করা হয়।

মোহন বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে পাস করেছেন। ডিবি পুলিশ আরো জানিয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বাবু প্রযুক্তিতে বেশ দক্ষ।

এ দু’জন ২০ থেকে ২৫ তলা পর্যন্ত উচ্চতায় নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম ড্রোন তৈরির জন্য কাজ করছিল বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *