লন্ডনে এক আলোচনা সভায় ইতিহাস বিকৃতির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদীর এই নোটিশ বুধবার রেজিস্ট্রি ডাকে তারেকের মা খালেদা জিয়া এবং বিএনপি কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়।
নোটিশে তারেককে বক্তব্য প্রত্যাহার করে সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। তা করা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।
নোটিশে বলা হয়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পরও আপনার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও ইতিহাসের জ্ঞান নেই।
মেহেদী সাংবাদিকদের জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেককে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায়। তারেক রহমান সাতদিনের মধ্যে ক্ষমা প্রার্থনা ও বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করবেন বলেও জানান তিনি।