গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমান হত্যার বিষয়ে জানতেন অভিযোগ তুলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাকে রিমান্ডে নেওয়া হলেই জিয়া হত্যার রহস্য বের হবে।
তিনি বলেন, হাসিনা দেশে ফেরার ১৭ দিন পরই কেন জিয়া খুন হলেন? হাসিনা কিছু যদি না জানবেন, তাহলে বোরকা পরে পালাচ্ছিলেন কেন?
মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মালয়েশিয়া বিএনপির অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।
‘ভালো আছি, আবার ভালোও নেই’ বলে অনুষ্ঠানে বক্তৃতা শুরু করেন তারেক রহমান।
তারেক বলেন, ভালো আছি, আবার ভালোও নেই। দলের নেতাকর্মীদের তিনি বলেন, বরং আপনারা এখানে ভালো আছেন। কারণ, এখানে হাসিনা নেই।
মালয়েশিয়ায় বিএনপির বিভক্তি দূর করে কমিটিতে যোগ্য নেতাকর্মীদের স্থান দেওয়ারও আহ্বান জানান তারেক রহমান।
আর দ্বিধাবিভক্ত মালয়েশিয়া বিএনপির ঐক্য গড়তে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী নেতাকর্মীরা।
তারেক বলেন, আওয়ামী লীগের নামটাই তো ঠিক নেই। আওয়ামী শব্দটি উর্দু, যার অর্থ জাতি আর লীগ শব্দটি ইংরেজি যার অর্থ পার্টি বা দল। অর্থাৎ, আওয়ামী লীগের অর্থ জাতি পার্টি। এতো দিনে তারা তাদের দলের নামও পরিবর্তন করতে পারেনি।
এর আগে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তারেক রহমানের এ কর্মসূচি শুরু হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দেওয়ান তুন রাজ্জাক-২ হলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তারেক রহমান ৠাব বিলুপ্তির দাবিতে মালয়েশিয়ায় গণস্বাক্ষর কর্মসূচিরও উদ্বোধন করেন।
সন্ধ্যায় কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তারেক রহমান যখন পৌঁছান তখন নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক।
তারেকের আগে বক্তৃতা করেন মালয়েশিয়া বিএনপির নেতারা।