হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট; আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসকে ঘিরে হাজারো মানুষের সমাগম ঘটেছে শেখ হাসিনার দ্বীতিয় তিস্তা সড়ক সেতুতে।
ফুলের স্নিগ্ধতায় ভালোবাসা ও অনুরাগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন করা হচ্ছে দ্বীতিয় তিস্তা সেতুতে।
সাধারণত বছরের এই বিশেষ দিনটিকেই অনেকে বেছে রাখেন মনের যত বাসনা ও অব্যক্ত কথা প্রকাশের জন্য।তাই বসন্তের মৃদু-মন্দ হাওয়ায় না বলা কথাগুলো আজ তাদের মধ্যে ডালপালা মেলছে।
প্রিয়জনের হাতে রক্তরাঙা গোলাপ দিয়ে বলছেন মনের গহীনে জমানো কথাগুলো। সেজন্য সকাল থেকে তিস্তা সেতুতে দোকানগুলোতে তরুণ-তরুণীদের উপচে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
উৎসবে মুখর হয়ে উঠেছে গোটা সেতু। বেলা ভূমি ফাস্ট ফুড হোটেলে গিয়ে দেখা গেছে প্রিয়জনদের ভিড়। অনেকে ঘুরতে এসেছে পরিবার সহ, বিনোদনের জন্য।
সেতু এলাকায় যাতে কোন আপত্তিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ টহলরত অবস্থায় আছে।