তোর কথাটা ভাবছি বসে
আমি একা একা,
মন খারাপের দিনগুলোতে
পাবি আমার দেখা।
বাসবো ভালো তোকে আমি
আজন্ম কাল ধরে,
মনটা আমার পুড়ছে এখন
ফাগুন প্রেমের জ্বরে।
জ্বরের ঘোরে স্বপ্ন দেখি
তুই যে আমার পাশে,
তোর মুখটা দেখলে আমার
মনটা শুধুই হাসে।
আয়না কাছে আমরা এখন
মন সাগরে ভাসি,
সত্যি বলছি তোকেই আমি
অনেক ভালো বাসি।
সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।