প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান ঃ ঋতুরাজ বসন্ত তার আগমনী বার্তা নিয়ে হাজির হতেই বসন্ত সাজে সেজে উঠল রাজাপুর উপজেলা প্রশাসন। ফাগুনের প্রথম দিনে যেনো আগুন লেগছে সবার মনে।
প্রকৃতি নিজেকে রাঙিয়েছে নতুন রঙে, নতুন রূপ মাধুর্যতায়। বসন্তবরণে মেতে উঠেছেন রাজাপুর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা – কর্মচারী। হাতে ও খোপায় হলুদ গাঁদা, গায়ে বাসন্তী শাড়ি পরে আন্দন্দের জোয়ারে ভাসলেন সংস্কৃতি প্রিয় স্বয়ং রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাজলেন তাঁর সহকর্মী বৃন্দও। লাল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা বা সাদা রঙে তারা নিজেদেরকে সাজিয়ে নিয়েছেন বাসন্তী সাজে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাব আফরোজা বেগম পারুল এর নেতৃত্বে বুধবার উপজেলা সবুজ চত্বরে বসন্ত বরণ উৎসব পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান মনির। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় বসন্ত বরনের এই মাধুর্যমন্ডিত এ পর্বটি । সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিচালনার ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব হীমাদ্রী শেখর দেবনাথ