মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বনাঞ্চল এলাকায় অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে করাত কল চালানোর দায়ে ৩টি করাত কল মালিককে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বুধবার দুপুরে গাজীপুরের
কাপাসিয়ার ঘাটকুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আইনের প্রতি তোয়াক্কা না করে অবৈধ ভাবে বনাঞ্চাল এলাকায় করাত কল পরিচালনা করছে। খবর পেয়ে ইউএনও দূর্গাপুর ইউনিয়নের ঘাটকুড়ি বাজার এলাকার বাবুল মিয়া, ইউছুফ এবং পলাশপুর বাজারের নুরুল ইসলামের করাত কলে অভিযান চালান। পরে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং অনুমোদন ছাড়া পুনরায় করাত কল পরিচালনা না করার জন্য শর্তক করে দেন। এ সময় কাপাসিয়া থানা পুলিশের এসআই ইমরান এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।