বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের মধ্যে ৩ দিনব্যাপী সীমান্ত সম্মেলন বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে শুরু হয়েছে।
গত জুনে মিয়ানমারের নেপিতোতে মহাপরিচালক পর্যায়ের বৈঠকের ধারাবাহিকতায় এ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠক সুত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবা পাচার রোধ, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত পতাকা বৈঠক করা, সীমান্ত এলাকায় অনুমোদিত গুলাগুলির ঘটনা রোধ এবং অবৈধভাবে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ে খোলামেলা আলোচনা হবে।
এছাড়াও আগামী বছরের শুরুতেই উভয় বাহিনীর মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন ও প্রশিক্ষণ বিনিময়ের ব্যাপারেও আলোচনা হতে পারে।
বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক লতিফুল হায়দার এবং মিয়ানমারের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্য দিচ্ছেন মিয়ানমার পুলিশ ফোর্সের ডেপুটি চিপ ব্রিগ্রেডিয়ার জেনারেল থিং উ।