হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার রেজাউল করিম (২৮) ছুরিঘাতে আহত হয়েছে।
রোববার দুপুরে ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে তাকে ছুরিঘাত করে পালিয়ে যায় সুজন (২৭) নামে এক যুবক।
ব্যাংক ম্যানেজার রেউাউল ওই উপজেলার পুর্ব কাদমা এলাকার সোলেমান আলীর পুত্র এবং সজুন একই উপজেলার আমঝোল কাজীর হাট এলাকার আব্দুল কাদের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রোববার সকালে দইখাওয়া ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার রেজাউল করিমের সাথে আমঝোল কাজীর হাট এলাকার আব্দুল কাদের পুত্র সুজনের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে বিষয়টি নিয়ে দুপুরে স্থানীয়রা ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে মিমাংশা বৈঠকে বসে। এ সময় হঠাৎ করে সুজন ছুরি বের করে ব্যাংক ম্যানেজার রেজাউল করিমের ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আশংকা জনক অবস্থায় ব্যাংক ম্যানেজার রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।