ব্রাজিলের রিও দে জেনেইরোর সান্তা তেরেসা এলাকার একটি বস্তিতে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে। খবর চ্যানেল নিউজ এশিয়া’র।
পুলিশের মুখপাত্র কর্নেল মাওরো ফ্লাইস বলেছেন, সন্দেহভাজনরা লুকিয়ে আছেন এমন একটি এলাকায় প্রবেশের পর তাদের দিকে গুলি ছুঁড়লে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মাদক চোরাচালান বিরোধী অভিযানে মাদক, রাইফেল, বন্দুক ও গোলাগুলি বারুদ জব্দ করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ওই অভিযানে প্রাথমিকভাবে ১১ জন নিহত হওয়ার কথা জানালেও পরে পুলিশ জানায়, হাসপাতালে আহত আরও দুজনের মৃত্যু হয়েছে, ফলে সব মিলিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
রিও দে জেনেইরো বিশ্বের অন্যতম সহিংস একটি শহর। সেখানে প্রায়ই পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে থাকে। এক লাখ বাসিন্দার এই শহরে প্রতি বছর গোলাগুলির ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়।