গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কাকিয়াংয়ের আমন্ত্রণে চীনে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার দুপুরের পর দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী সদস্যদের বহনকরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফাইট বেলা ২টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংসদ উপনেতা সাজেদা চৌধরী ও উচ্চপর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গী সদস্যরা ঢাকার উদ্দেশ্যে চীনের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
চীনের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার লিউ ঝেনমিন এবং বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আজিজুল হক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।