জার্মানির উত্তরের শহর হিলগারমিসেনে কোনো রাস্তারই নাম নেই। কোথায় কে থাকেন, সেটা নিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হলেও শহরের বাসিন্দারা এই ব্যবস্থার পরিবর্তন চান না।
এ বিষয়ে ধন্দ কাটাতে শহরটির কর্তৃপক্ষ সম্প্রতি এক ভোটাভুটির আয়োজন করে। কিন্তু বিপুল ভোটের ব্যবধানে নাগরিকরা শহরের রাস্তাগুলোর নামকরণের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
ছোট্ট শহর হিলগারমিসেন ব্রেমেন ও হানোফারের মাঝে অবস্থিত।
রোববারের গণভোটে উপস্থিতি ছিল ৬৯ শতাংশ। মোট ১,২৮২ জন ভোটার রাস্তার নামকরণ নিয়ে তাঁদের মতামত জানান। এঁদের মধ্যে ৬০ শতাংশই মত দেন নামকরণের বিপক্ষে।
বর্তমানে শহরটির শত শত বাড়ি শুধু নাম্বার দিয়ে পরিচিত। চিঠিপত্রের ঠিকানাতেও তাঁরা শুধু বাড়ির নাম্বার আর শহরের নাম ব্যবহার করেন।
ঠিকানা বের করতে এমন অসুবিধা এড়াতে গত বছর রাস্তার নামকরণের প্রস্তাব স্থানীয় কাউন্সিলে ৭-৫ ভোটে পাস হয়।
নামকরণের পক্ষে যারা প্রচার চালিয়েছেন, তাদের যুক্তি, ক্যুরিয়ার ও ডাক সরবরাহ প্রতিষ্ঠান, এমনকি ছুটিতে ঘুরতে আসা পর্যটকদেরও কোনো একটি ঠিকানা খুঁজে বের করতে বেশ বেগ পেতে হয়। পাশাপাশি নাম্বারের বাড়ির অবস্থান অনেকক্ষেত্রেই পাশাপাশি না হওয়ায় এবং কোন রাস্তায় তা অবস্থিত না জানায় দীর্ঘক্ষণ পুরো শহরজুড়ে তাদের ঘুরে বেড়াতে হয়।