পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আজ সকালে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানের নৃশংস হত্যাযজ্ঞে ১৩২ শিশুসহ ১৪১ জন নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। টেলিফোনে নওয়াজকে ওবামা বলেন, শোকাবহ এ সময়ে পাকিস্তানের জনগণের পাশে রয়েছি আমরা। তিনি আরও বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সবকিছু করবে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এর আগেই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে তালেবানের বিরুদ্ধে বড় ধরনের সেনা অভিযান পরিচালনার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে টিটিপি।
এর আগেই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে তালেবানের বিরুদ্ধে বড় ধরনের সেনা অভিযান পরিচালনার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে টিটিপি।